বরিশালের এক গৃহবধূ স্বাভাবিক জন্মপ্রক্রিয়ায় একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার দুপুরে এ্যাডভোকেট হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে এই বিরল ঘটনা ঘটে।
পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের ২২ বছর বয়সী গৃহবধূ লামিয়া আক্তার পাঁচ বছরের দাম্পত্য জীবনে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়ে আনন্দের মাঝেই রয়েছেন।
লামিয়া আক্তার জানান, বিয়ের পর তারা জানতেন যে তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। তবে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর জন্মের পর জানা যায়, একসাথে তিনি পাঁচ সন্তানের মা হয়েছেন। এর মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু জাফর বলেন, চিকিৎসক ডা. মশিউর রহমানের তত্ত্বাবধানে লামিয়া আক্তার স্বাভাবিক প্রসব করেছেন। বর্তমানে পাঁচ নবজাতককে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয়েছে এবং তাদের ও মা’র স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।
এই বিরল ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং হাসপাতালেও স্থানীয়রা দেখতে ভীড় করেছেন। লামিয়া ও তার পরিবার এই আশীর্বাদকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/মুসা