বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ী গ্রামে উঠান বৈঠক ও আলোচনাসভা করেছে মহিলা দল।
সোমবার বিকালে সোনারগাঁ উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন্নাহার বেগম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দীনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দীপু, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. সেলিম, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সুমন মোল্লা ও রোকনুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, উপজেলা মহিলা দল নেত্রী নিলুফা আক্তার ও রাবিয়া আক্তারসহ স্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে আগামী প্রজন্মের জন্য একটি রোডম্যাপ। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার ও ন্যায্য শাসন প্রতিষ্ঠিত হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল