বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী দেশে ফিরেই মাঠে নেমেছেন অনুশীলনে। সোমবার (৬ অক্টোবর) সকালেই ঢাকায় পা রাখেন তিনি, আর বিকেলে অংশ নেন জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে।
হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ও অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। ক্লাব ব্যস্ততা শেষে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় পৌঁছেই অনুশীলনে নামা এই ফুটবলার দেখিয়েছেন তার পেশাদারিত্ব ও জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা।
ঢাকায় আসার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য কামরুল হাসান হিল্টনসহ অন্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাজধানীর একটি হোটেলে অল্প সময় বিশ্রাম নিয়েই বিকেলে মাঠে নেমে পড়েন লেস্টার সিটির এই মিডফিল্ডার।
এক ভিডিও বার্তায় হামজা বলেন, “আসসালামু আলাইকুম। আমি নিরাপদে অবতরণ করেছি। ইনশাআল্লাহ, আমাদের একটি সফল ক্যাম্প হবে। ৯ তারিখে আমরা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হব। ইনশাআল্লাহ, আপনারা সবাই আমাদের সমর্থন করবেন।”
এ বছর বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া হামজা এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, করেছেন এক গোল ও একটি অ্যাসিস্ট।
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে খেলবে। এরপর ফিরতি ম্যাচটি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে হংকংয়ে। দুই ম্যাচ থেকে ভালো ফল আদায়ের লক্ষ্যেই কঠোর অনুশীলন শুরু করেছে জাতীয় দল।
বাছাইপর্বে এখন পর্যন্ত দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। আর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।
এদিকে, দলে আরও এক প্রবাসী ফুটবলার শমিত সোমের আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় আসার কথা রয়েছে। কানাডার একটি ক্লাবে খেলা শমিত বাংলাদেশের হয়ে এর আগে তিনটি ম্যাচ খেলেছেন।
বিডি প্রতিদিন/মুসা