বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-বিএনডিপির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, গণভোটই সমস্যার সমাধান হতে পারে। তিনি বলেন, সংবিধান সংস্কার, পিআরপি পদ্ধতিসহ নানা বিষয়ে সমস্যা আলোচনা হচ্ছে। এ নিয়ে সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে উত্তরণে সংবিধান সংস্কার করেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সময়ের দাবি। গতকাল খুলনা চেম্বার অব কমার্স মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। বিএনডিপি মহাসচিব শাহবাজ জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন করিম এ মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, জোবায়ের ইসলাম অলি, এস কে রিপন, সোহানা খানম প্রমুখ।
শেখ মোস্তফিজুর রহমান আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটাপন্ন। গণতন্ত্রের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা জরুরি।