রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিব উল্যাহ বাবুল। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তিনি ২১২ ভোট পেয়ে বিজয়ী হন। প্রেসিডেন্ট পদে তাঁর প্রতিদ্বন্দ্বী আসলাম খান পান ১৩৯ ভোট ও শহিদুল ইসলাম পান ১১২ ভোট। এ ছাড়া নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- পেয়ারু মো. ফেরদৌস আলম, তারেক আহমেদ আদেল, ইউসুফ আলী শামীম, ড. মোহাম্মদ ওসমান, গোলাম ফারুক, এস.এ.এম. শওকত হোসেন, সৈয়দ আলমগীর হোসেন, আবদুল্লাহ খান রুবেল, আনিসুজ্জামান খান ও ফরিদা ইয়াসিন।
বছরের পর বছর ক্লাবটির দখলদারিত্বে যারা ছিলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা পালিয়ে যান। এরপর ক্লাব পরিচালনার জন্য গত বছরের ৩১ আগস্ট বিশেষ সাধারণ সভার মাধ্যমে অন্তর্বর্তী একটি কমিটি গঠন করা হয়। হাবিব উল্যাহ বাবুল মঙ্গলবারের নির্বাচনের আগ পর্যন্ত ওই কমিটিরও প্রধান ছিলেন।