মাধ্যমিক পর্যায়ে ‘ইসলাম শিক্ষা’ বিষয়টি সকল শাখা ও বিভাগে বাধ্যতামূলক করার দাবিতে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর শিক্ষা বোর্ড এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি নীতিমালায় ‘ইসলাম শিক্ষা’ বিষয়টি পুনরায় চতুর্থ (ঐচ্ছিক) বিষয় হিসেবেই রাখা হয়েছে।
ফোরাম দাবি জানিয়েছে, মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা—তিনটি শাখাতেই ‘ইসলাম শিক্ষা’ বিষয়টিকে আবশ্যিক করা হোক। কমপক্ষে ২০১২ সালের পূর্বের নীতিমালায় ফিরে গিয়ে মানবিক শাখায় নৈর্বাচনিক এবং অন্যান্য শাখায় মুক্ত ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্তির ব্যবস্থাও গ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে সংশোধন এনে তা ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর করতে হবে। অন্যথায় দেশবাসী এ সিদ্ধান্ত মেনে নেবে না বলে স্মারকলিপিতে জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ফোরাম-এর রংপুর-দিনাজপুর অঞ্চল সমন্বয়ক অধ্যাপক আতাউর রহমান, পঞ্চগড় জেলা সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহ-সেক্রেটারি মো. ইকবাল হোসেন, দিনাজপুর জেলা সভাপতি এ এল এম ইকবাল হোসাইন, সদস্য সচিব ফজলুল করিম, ঠাকুরগাঁও জেলা সভাপতি এএসএম মোজাম্মেল হক চৌধুরী, সদস্য ড. আব্দুল কাদের রহমানি, ড. লোকমান হাকিম, কায়সার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        