দিনাজপুরের খানসামায় মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী হাবিল ইসলাম নামে একজনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। সাজাপ্রাপ্ত হাবিল ইসলাম খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার আঙ্গারপাড়া ইউপির চৌরঙ্গী মুসাহার পাড়া এলাকায় ১০০ গ্রাম গাঁজাসহ হাবিল ইসলামকে (৫০) আটক করেন। এরপর ধৃত হাবিলকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকসেবী হাবিল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক ও জুয়াসহ যেকোনো অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, দণ্ডপ্রাপ্ত হাবিলকে বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই