চট্টগ্রাম নগরের মোহরা কাজীরহাট এলাকায় আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্যের পরিবেশক রফিক আহমদের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দোকানের সামনে থেকে ব্যাগভর্তি টাকা লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিলে দুর্বৃত্তরা ব্যবসায়ীর কর্মচারীকে কুপিয়ে আহত এবং পরিবেশককে মারধর করে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী রফিক আহমদ প্রতিদিন বিক্রির পর নিরাপত্তার কারণে টাকা রাতে নিজের বাসায় নিয়ে যান। পরদিন সকালে আবার বাসা থেকে দোকানে এসে ওই টাকা ব্যাংকে জমা দেন। গতকাল সকালেও কর্মচারীসহ দোকান খুলতে যান। এ সময় তিন ব্যক্তি এসে ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। তাদের হাতে ধারালো অস্ত্র ও পিস্তল ছিল। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পরিবেশক ও তার দুই কর্মচারী এবং আশপাশের লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করেন। এ সময় এই এলাকায় থাকা পুলিশও তাদের ধাওয়া করে। একপর্যায়ে দোকানের কর্মচারী শাহ আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা, রফিক আহমদকেও মারধর করে।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, ধাওয়া দিলে দুর্বৃত্তরা পুলিশকেও কোপানোর চেষ্টা করে। পরে ফাঁকা গুলি করে একজনকে আটক করা হয়। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।