এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের যাত্রা শুরু করতে প্রস্তুত বাংলাদেশ দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পুরোদমে চলছে টাইগারদের প্রস্তুতি। এরই মধ্যে দল পরিচালনা কমিটি প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে।
ব্যাটিং অর্ডার অনেকটাই নিশ্চিত। ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে থাকবেন লিটন কুমার দাস, যিনি দলনেতার দায়িত্বও পালন করছেন। চার নম্বর পজিশনের জন্য লড়াই চলছে সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের মধ্যে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সাইফ হাসান এগিয়ে।
মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিকের মধ্যে অন্তত দুজনকে খেলানো হতে পারে। স্পিন বিভাগে নাসুম আহমেদ এগিয়ে আছেন শেখ মাহাদি হাসানের চেয়ে। সম্ভাব্য একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে তাকে। কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/মুসা