চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারে ৭২তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে এসে প্রিয় রসুল (দ.) এমন সংস্কার করেছেন যা অনন্তকাল ধরে স্মরণীয় বরণীয় অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড. জালাল আহমদ ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। পরে মিলাদ-কিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের ফুয়ুজাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি