কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম হাফেজ আরিফুল ইসলাম নয়ন ও যুবদল নেতা আহসান হাবিব মজুমদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইমাম হাফেজ আরিফুল ইসলাম উপজেলার পেরিয়া গ্রামের জাফর আহম্মেদের ছেলে ও হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদরাসা শিক্ষক। পেরিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাফর আহম্মেদের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে হাফেজ নয়ন সবার বড়। নয়ন হিফজ ও আলিম পাস করে বর্তমানে নাঙ্গলকোট কামিল মাদরাসায় ফাজিল শ্রেণীতে অধ্যয়নরত। দুর্ঘটনায় অপর নিহত মৌকরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মজুমদার কেশতলা গ্রামের নুরুল ইসলাম মজুমদারের ছেলে ও খিলা বাজার মজুমদার জুয়েলার্সের স্বত্বাধিকারী।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নাঙ্গলকোট বাজারের দিক থেকে পশ্চিম দিকে যাওয়া হাফেজ আরিফুল ইসলাম নয়নের মোটরসাইকেলকে বিপরীত দিকে আসা আহসান হাবিব মজুমদারের মোটরসাইকেল একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনরা এসে আহসান হাবিব মজুমদারকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে এবং হাফেজ আরিফুল ইসলাম নয়নকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুইজনের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহসান হাবিব মজুমদারের মোটরসাইকেলের অপর দুই আরোহী তার ছেলে আব্দুল্লাহ ও দোকান কর্মচারি শাখাওয়াত হোসেন আহত হন।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
বিডি প্রতিদিন/জামশেদ