জামালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শুধু জিপিএ-৫ অর্জনই নয় বরং এর মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল ও কলেজ জীবনের পড়াশোনার মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য রুটিনমাফিক অধ্যয়ন করে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে।
পরে জামালপুর জিলা স্কুল, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও নান্দিনা এম.এইচ.কে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ