চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাবার ছুরিকাঘাতে মো. সাহেদ (২২) নামের এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেদ একই ইউনিয়নের শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামানের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহতের মা কামরুজ্জাহান বেগম জানান, তার স্বামী মো. নুরুজ্জামান সৌদি আরবে থাকাকালে সিলেট জেলার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গত মঙ্গলবার তিনি ওই নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সাহেদ বুধবার শহর থেকে বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নুরুজ্জামান ছুরিকাঘাত করলে সাহেদের বুক ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা ছুরিকাঘাত করলে ছেলে নিহত হয়। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ