রাঙামাটির মাইনিমুখ বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৭টি দোকান ঘর। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে লংগদু উপজেলার মাইনিমুখ বাজারে এঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির লংগদু উপজেলার মাইনিমুখ বাজারের একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ঘরে। এসময় ভয়াবহ রূপ নেয় আগুন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে স্থানীয়রাসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে যৌথ প্রচেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু তার আগে পুড়ে চাই হয়ে গেছে বাজারের প্রায় ৭টি দোকান-ঘর।
রাঙামাটি লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, যতদ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোন মানুষের জানের ক্ষতি হয়নি। সবাই অক্ষত আছে। তবে অনেকের মালামাল পুড়ে গেছে। সেটার তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন