ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার মধ্যে ছিল সামরিক শিবির, জ্বালানি ডিপো এবং একটি গণমাধ্যম কার্যালয়। এতে অনেকে হতাহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একাধিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।
হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, সানার দক্ষিণ-পশ্চিমে স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জওফ প্রদেশের রাজধানী আল-হাজমে স্থানীয় সরকারি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান।
হুথি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন, গাজায় গণহত্যার বিরুদ্ধে তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য করার জন্যই ইসরায়েল ইয়েমেনে এই হামলা চালাচ্ছে। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে ইসরায়েল একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে প্রধান বিমানবন্দর ও বেসামরিক স্থাপনাও টার্গেট করা হয়েছে, যাতে বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ