নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে ঢাকা-কাঠমান্ডু-ঢাকার সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ফ্লাইট বাতিল করা হয়। এ অবস্থায় সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইটের অনুমতি চেয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সূত্র জানিয়েছে, আটকে পড়া নাগরিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) প্রশিক্ষণার্থী কর্মকর্তা। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ১৯ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। এর জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে সেখানে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ মোট ৩২ জন। পাশাপাশি প্রশিক্ষণে যাওয়া ডিএসসিএসসির সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫০ জন কর্মকর্তা এবং ১০-১২ জন ক্রীড়া সাংবাদিকও ফিরতে পারেননি। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, কাঠমান্ডুতে কারফিউ চলছে। পুরো শহর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বিমানবন্দর বন্ধের সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই নিয়মিত ফ্লাইটে কোনো বাংলাদেশির ফেরার সম্ভাবনা নেই। বাংলাদেশ থেকে একটি সামরিক বিমানের অনুমতি চাওয়া হয়েছে। তবে অচল হয়ে পড়া সচিবালয়ের কর্মকর্তারা পলাতক হওয়ায় অনুমোদন প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। অনলাইনে অনুমোদন পাওয়ার চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (আজ) নাগরিকদের দেশে ফেরানো সম্ভব হবে। দূতাবাসের গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্থানে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধারের কাজ চলছে। দূতাবাস সূত্র জানায়, নেপালে স্থায়ীভাবে বসবাস করেন ৫০-৬০ জন বাংলাদেশি। এ ছাড়া প্রতিদিনের ফ্লাইট চলাচলের হিসেবে ধারণা করা হচ্ছে, বর্তমানে সেখানে ১ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক রয়েছেন। তবে সবাই নিরাপদ আছেন। বাংলাদেশিদের অযথা বাইরে বের না হতে এবং হোটেল বা নির্ধারিত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপালে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা আপাতত বাতিল করার জন্যও আহ্বান জানানো হয়েছে।
ফ্লাইট বাতিল : গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়। গত দুই দিনের স্থগিত করা ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।