জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শামীম কামাল চৌধুরী বলেছেন, বোরকা পরে পালানোর রাজনীতি করতে চাই না। ৫৪ বছরের বাংলাদেশের রাজনৈতিক দল ১০ বছর পর পর ক্ষমতায় আসে। যখন ক্ষমতায় আসে ঝরের বেগে আসে, আবার যখন পালায় লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালায়, বোরকা পরে পালায়। গতকাল সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা চত্বরসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জনতার দলের কালীগঞ্জ উপজেলা শাখা অফিস উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় এসে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে কী লাভ, এখন ঘরে ঘুমিয়ে থাকতে পারছেন না। এত জনপ্রিয় দল আজকে কোথায়, কোনো অস্তিত্ব নেই। আমরা এ রাজনীতি করতে চাই না। তাই আমরা গবেষণা করে দেখলাম- যদি ৫০ কিংবা ৬০ জন ভালো মানুষ একত্রিত হওয়া যায়, তা হলে ভালো দেশ গড়া সম্ভব। সেই লক্ষ্যে একত্রিত হয়ে আমাদের কার্যক্রম শুরু করা। আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ভারত, পাকিস্তান কিংবা ডান-বাম না দেখে, দেশ ও দেশের মানুষের কথা বলা। এ ছাড়া পরবর্তী প্রজন্ম লাখ লাখ শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কোটি কোটি প্রবাসীকে নিয়ে কাজ করা, দেশের সাধারণ মানুষের নিরাপত্তাব্যবস্থা তৈরি করা। আমাদের দলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে। রেজিস্ট্রেশন পেলেই পুরোদমে সারা দেশে কাজ শুরু করব। তিনি আরও বলেন, এ সময় জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ নোমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আযম খান। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জনতার দল কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান, জনতার দলের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, রাহেলা পারভীন শিশির, হাসিনা কামাল, কর্নেল (অব.) মো. আবুল কালাম জাকি, জনতার দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মেজর (অব.) মো. জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিকী, জনতার দলের গাজীপুর জেলার আহ্বায়ক হাজী শামসুদ্দিন আহমেদ, সদস্য সচিব আবু জাফর রিপন প্রমুখ।
আলোচনা শেষে দলের নেতা-কর্মীদের সঙ্গে করে বিশাল একটি মিছিল নিয়ে কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু করে সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। পরে ফিতা কেটে দলীয় কার্যালয়টি উদ্বোধন করেন।