ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা বলেছেন, বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিল তা পায়নি। এই না পাওয়ার কারণ বিপ্লবোত্তর আমূল পরিবর্তন ও বিপ্লবী সরকার গঠিত না হওয়া। ফলে প্রায় ২ হাজার লোকের শাহাদাত ও হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করলেও লক্ষ্য অর্জিত হয়নি। গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবন মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। সভাপতিত্ব করেন আন্দোলনের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবদুর রউফ ইউসুফী, কাজী আবুল খায়ের প্রমুখ।
বক্তারা বলেন, ১৬ বছরে হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় নিলেও এক বছরের মাথায় আবারও নতুনভাবে ফ্যাসিস্টদের আসার আনাগোনা ও তাদের সব ষড়যন্ত্র কার্যকর। আমাদের এই দেশ মুসলিম জাতিসত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও এবং স্বাধীনতার ৫৫ বছরে আমাদের দেশ নিজস্ব আদর্শ কৃষ্টি কালচার অনুযায়ী দেশ চালানো হয়নি বা রাষ্ট্রের আদর্শ ঠিক করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনকও বটে।