হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে ১০-১৫ জন জামালের ঘরে ঢুকে তাকে বের করে নিয়ে যায়। পরে বাড়ি থেকে একটু দূরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জামালের নামে ১৭টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।