হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মাসুক মিয়া ও মুফাচ্ছির মিয়া গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০-১২ দিন আগে যশকেশরী গ্রামের মুফাচ্ছির মিয়ার পক্ষের আলকাছ মিয়ার ছেলে রাবেল মিয়া (১২) একই এলাকার মাসুক মিয়ার পক্ষের নবী মিয়ার ছেলে নাইমের (১৩) কাছে একটি খেলনার ব্যাটারি বিক্রি করে। কিন্তু পাওনা ৪০ টাকা পরিশোধ না করায় রাবেল বিষয়টি নবীর বাবা নবী মিয়াকে জানায়। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা তখন সালিশের উদ্যোগ নিলেও বৃহস্পতিবার সকালে আবারও নবী মিয়ার সঙ্গে আলকাছ মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবী মিয়াকে মারধর করা হলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।
যশকেশরী গ্রামের মাসুক মিয়া বলেন, “কিছুদিন আগে বাচ্চাদের একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। মুরব্বিরা সালিশে মীমাংসার সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবার সকালে নবী মিয়াকে মারধর করায় সংঘর্ষ বাধে।” এ বিষয়ে মুফাচ্ছির মিয়াকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন কথা বলতে পারব না, রোগী নিয়ে সিলেটে যাচ্ছি।”
আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “শিশুদের ৪০ টাকার পাওনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ