রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার অলিউজ্জামান মন্টু নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে ঢাকায় তাঁর মৃত্যু হয়।
অলিউজ্জামান পেশায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আওয়ামী লীগের বানেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারার চাচা।
পারিবারিক সূত্রে জানা গেছে, অলিউজ্জামানের বাড়ি উপজেলার বিড়ালদহ গ্রামে। গত ৫ আগস্ট সরকার পতনের পর ২ জানুয়ারি রাতে তিনি বাড়িতে ফিরেছিলেন। ৪ জানুয়ারি সকালে তাকে ধরে নিয়ে গিয়ে নন্দনপুর সড়কে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়।
নিহত অলিউজ্জামানের ভাতিজা আবু হানিফ সুজা বলেন, ‘গত ৪ জানুয়ারি চাচাকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। এরপর থেকেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এ নির্যাতনের ঘটনায় পুঠিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।’ সুযোগ হলে আদালতে মামলা করা হবে বলে তিনি জানান।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় তাঁর কাছে আগে কেউ মামলা করতে আসেনি।