ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী গাজীপুরের সন্তান সায়মা আক্তারের কবর জিয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। শনিবার বিকালে কাউলতিয়ায় সায়মা আক্তারের বাড়িতে ছুটে যান তিনি।
এ সময় তিনি নিহত সায়মার কবর জিয়ারত করেন এবং তার বাবা-মায়ের সাথে কথা বলে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান এবং বিএনপি সব সময় থাকবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি মো. নাজিমউদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, সদর মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল