অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছে ভারতের বিহারের বেত্তিয়ায় মাত্র এক বছরের শিশু গোবিন্দ। বাড়ির পাশে খেলার সময় একটি বিষাক্ত কোবরা তার হাতে পেঁচিয়ে ধরলে আতঙ্কে কিংবা প্রতিক্রিয়ায় শিশুটি সাপটিকে কামড়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাপটির মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, শিশুটি প্রথমে সাপটিকে হাত দিয়ে আঘাত করে এবং পরে কামড় দেয়। তবে সাপটি কামড় দিয়েছিল কিনা, তা নিশ্চিত নয়। ঘটনার পরপরই গোবিন্দ অচেতন হয়ে পড়ে। প্রথমে তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত বেত্তিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানান, বর্তমানে শিশুটি স্থিতিশীল রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গোবিন্দের দাদি মাতেশ্বরী দেবী জানান, ঘটনার সময় গোবিন্দের মা কাছেই জ্বালানি কাঠ সংগ্রহে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, ‘সাপটি হঠাৎ করে বেরিয়ে আসে। তখন ছেলেটি কিছু একটা দিয়ে সাপটিকে আঘাত করে ও কামড়ে মেরে ফেলে। এটা ছিল কোবরা।
ঘটনাটি এলাকায় বিস্ময়ের সৃষ্টি করেছে। যদিও শিশুটি বেঁচে আছে, তবে এটি তার পরিবারের জন্য ছিল এক দুঃসাহসিক অভিজ্ঞতা।
বিডিপ্রতিদিন/কবিরুল