মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগম নিপুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে সরকারি কলেজ মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. জেড. এম আরিফ হোসেনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শাহ আলম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম, জামাল হোসেন, নিহত মাসুকা বেগম নিপুর সহপাঠী মো. সোলাইমান হোসেন, মারুফ হাজারি, দোলোয়ার হোসেন, নিহতের ভাগনি ফাহমিদা খান মনি ধি, ভগ্নিপতি খলিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছোট ছোট শিশুদের প্রাণ বাঁচাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগম নিপু যে আত্মত্যাগের নজির রেখেছে তা জাতির কাছে চিরভাস্বর হয়ে থাকবে। মাসুকা তার জীবদ্দশায় শিক্ষাজীবনের প্রতি খুবই অনুরাগী ছিল। তার মৃত্যুতে দেশ একজন ভালো মানুষ এবং মেধাবী শিক্ষককে হারিয়েছে। বক্তারা শিক্ষিকা মাসুকা বেগম নিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সভা শেষে শিক্ষিকা মাসুকা বেগম নিপুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শাহ আলম।
বিডিপ্রতিদিন/কবিরুল