বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ আসমা বেগম হত্যায় তার স্বামী ও সৎ কন্যাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গৃহবধূর স্বামী উপজেলার কলসকাঠী ইউনিয়নের মৃত ছবেদ হাওলাদারের পুত্র আবুল হোসেন হাওলাদার (৫২) ও তার প্রথম স্ত্রীর কন্যা সাকিবা আক্তার মৌসুমী (২৭)।
গত ১৭ জুন সন্ধ্যায় নিজ ঘরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ আসমা নিহত হয়। এ ঘটনায় ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামী করে বাকেরগঞ্জ থানায় মামলা করে। গত ২২ জুন নিহতের প্রতিবেশী মোস্তফা হাওলাদার ও শফিকুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের স্বামী আবুল হাওলাদার ও সৎ মেয়ে সাকিবা আক্তার মৌসুমীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। আসমা হত্যাকাÐের সাথে গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার ক্লু রয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড করা হয়েছে, সেই তথ্য এখনো জানা যায়নি। তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম