শরীয়তপুরের ভেদরগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের ওপর হামলা করে ঘরবাড়ি লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আকবর সিকদার নামে একজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। হামলায় মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার, তাঁর ছেলে আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাখাওয়াত হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।
লুটপাটের ঘটনাটি গতকাল ভোরে উপজেলার চরভাগা ইউনিয়নের সিকদার কান্দি এলাকায় ঘটেছে। এর আগে গত সোমবার সকালে তাদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- চরভাগা ইউনিয়নের মধ্য ঢালীকান্দি গ্রামের মৃত হজরত আলী সিকদারের ছেলে জব্বার সিকদার (৪৫), আকবর সিকদার (৪২), খালেক সিকদার (৬০), খালেক সিকদারের ছেলে আফজাল সিকদার (৩৭), তৈয়ব আলী সিকদার (৪০), জব্বার সিকদারের ছেলে সাকিব সিকদার (২১), সালমান সিকদার (১৯), কুলসুম বেগম, মাহমুদা বেগম ও নাবিলা সিকদার।