জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ভোটারদের উদ্দেশে ‘কাউকে কোনো মার্কার প্রতি অন্ধ ভক্ত না হওয়ার’ আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা এটুকু নিশ্চিত করবেন যে, আমরা এখন থেকে কেউ আর কোনো দলের, কোনো মার্কার অন্ধ ভক্ত হব না। যদি আপনি অন্ধ ভক্ত হন, তাহলে আপনার মূল্য আর কেউ দেবে না। আপনারা মনে রাখবেন, আপনাদের সন্তানরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন। আপনাদের সন্তানরা এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সব সময় প্রস্তুত।’ তিনি গতকাল দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে পথসভায় এ কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীসহ স্থানীয় জনতারা উপস্থিত ছিলেন। এর আগে সারজিস রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে পঞ্চগড়ের উদ্দেশে গাড়িবহর নিয়ে দেবীগঞ্জে আসেন। সারজিস বলেন, ‘আগামীর বাংলাদেশে দলের নাম মার্কা দেখে ভোট দেবেন না, কথা কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরকেই আগামীতে ভোট দেবেন।’ তিনি আরও বলেন, ‘এত দিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি সিন্ডিকেট- এগুলোর বিরূদ্ধে এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।’
সারজিস পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা শেষে তার নিজ উপজেলা আটোয়ারীতে ইফতার মাহফিলে যোগ দেন।