পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন পিরোজপুর সীমান্ত চৌকির (বিওপি) জওয়ানরা অভিযান চালিয়ে ৩ কেজি ৩৮৭ গ্রাম হেরোইন জব্দ করেন, যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার রুপি।
শুক্রবার মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পিরোজপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা গোপন সূত্র থেকে তথ্য পান, মুর্শিদাবাদের সাদামাচর এলাকা দিয়ে অবৈধ জিনিসপত্র পাচার হতে পারে। গোয়েন্দাদের এই তথ্যের ভিত্তিতে জওয়ানরা সীমান্ত অঞ্চলে নজরদারি শুরু করে। বিকাল ৪টার দিকে জওয়ানরা ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক সীমান্তে আসা দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে দাঁড়ানোর নির্দেশ দেন। চোরাকারবারিরা দ্রুত জিনিসপত্রগুলো কাছের একটি ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা চোরাকারবারিদের ধাওয়া করে তাদের একজনকে ধরে ফেলে, অন্যজন পালিয়ে যায়। এই ঘটনার পর বিএসএফ জওয়ানরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন ঝোপঝাড় এবং আশপাশের এলাকা থেকে পাঁচটি প্যাকেট উদ্ধার করে। যার মধ্যে সন্দেহজনক বাদামি পাউডার পাওয়া যায়।
উদ্ধার করা প্যাকেটগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, পরীক্ষার পর নিশ্চিত করা হয় যে এই সন্দেহজনক পাউডার হেরোইন।