গাজীপুরে বেতন বৈষম্যের প্রতিবাদে এবং ঈদ বোনাস, মাতৃত্বকালীন ও ঈদের ছুটি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এ সময় তারা কারখানার জিএমসহ কয়েক কর্মকর্তাকে মারধর করে। শ্রমিকদের মারধরে আহত পাঁচ কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভিতর থেকে প্রধান ফটক তালাবদ্ধ করে কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরুদ্ধদের উদ্ধার করে। এ ঘটনায় নারীসহ চার শ্রমিককে আটক করা হয়েছে। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের শহীদ রওশন সড়কের চান্দনা এলাকার শফি প্রসেসিং গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে কর্মকর্তাদের ওপর আক্রমণ ও সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে নারীসহ চার শ্রমিককে শনাক্ত করে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আহত চার কর্মকর্তা হলেন- কারখানার জিএম (উৎপাদন) মিজানুর করিম, ম্যানেজার (প্রশাসন) মাজহারুল ইসলাম, জিএম (অর্থ) চন্দন কুমার সূত্রধর, এজিএম রফিকুল ইসলাম ও সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান।
আটককৃতরা হলেন- সাবিনা (২০), মো. রিপন (২২), আকলাবুর রহমান (৩০) ও মাসুদ রানা (২৬)।