বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডি এলাকায় রিয়াজ নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক ঢাকার সাভার থানার সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল তিন দিনের রিমান্ড শেষে পলককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১২ মার্চ এ মামলায় পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম। গত ১৪ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হন। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক ঢাকার সাভার থানার সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালত এ অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এনামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে এ রিমান্ডের আদেশ দেন।