বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের জানমাল রক্ষায় বিশ্ব মুসলিমকে বদরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। পবিত্র রমজান মাসেও ভারতে মুসলিমদের ওপর নির্যাতন চলছে। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এ নির্যাতন।
গতকাল পুরান ঢাকার লালবাগে খেলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মহানগরীর লালবাগ থানা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালবাগ থানা আমির মাওলানা সাইফুল ইসলাম জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন আমির মুফতি আখতারুজ্জামান আশরাফী, মুফাসসির হোসাইন, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধের মাধ্যমে মক্কার ইসলামের দুশমন পৌত্তলিকদের বিরুদ্ধে ইসলামের প্রথম বিজয় সূচিত হয়েছে। বদর দিবস মুসলিম উন্মাহকে শিক্ষা দেয় যে, এ অন্ধকারাচ্ছন্ন ঘুণে ধরা সমাজকে উন্নত মাকামে নিতে হলে প্রয়োজন আল্লাহর নুসরতের। আর আল্লাহর নুসরত পাওয়ার মাপকাঠি হচ্ছে আধ্যাত্মিক শক্তি, যা আমাদের অর্জন করতে হবে।