বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমকে মারধরের অভিযোগ উঠেছে সবুজবাগ থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফুজ্জামান খান লিটনের বিরুদ্ধে। গত ৮ মার্চ রাজধানীর ১০/১ রাজারবাগের নিজ বাসার সামনেই বিএনপি নেতা লিটন ও তার সহযোগী যুবদল নেতা রয়েল, পলাশ, মামুন, সোভাসহ অন্তত ৩০-৪০ জন খোরশেদ আলমকে মারধর করে বলে অভিযোগ করেছেন ভিকটিমের স্ত্রী রুবি আলম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিছুদিন আগে এলাকাবাসী স্বাক্ষর করে পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনারকে রাজারবাগ এলাকার রাস্তায় ভ্যান না বসানোর জন্য আবেদন করেন। এতে আমার স্বামীরও স্বাক্ষর ছিল।
এতে ক্ষিপ্ত হয়ে গত ৮ মার্চ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন দলবল নিয়ে আমার স্বামী ও ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে। এখন আমার স্বামী বিছানা থেকে উঠতে পারে না। আমি বিচার চাই।
এদিকে একই দিন বিএনপি নেতা লিটনের প্রধান সহযোগী পলাশের বিরুদ্ধে স্থানীয় যুবদলকর্মী আরিফুল ইসলামকে গুলিতে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আরিফুল ইসলাম সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৫২২। তারিখ ০৮/০৩/২০২৫ ইং।
জানা গেছে, রাজারবাগ এলাকায় রাস্তার মধ্যে ভ্যান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে। সবুজবাগ থানা পুলিশের সহযোগিতায় রাজারবাগ এলাকার রাস্তায় ভ্যান বসানো বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে লিটন।
এ ব্যাপারে বিএনপি নেতা লিটনের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।