গুজরাটের দাহোদ জেলায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি যোজনা (এমজিএনআরইজিএ)-র প্রকল্পে ৭১ কোটি টাকার অনিয়মের অভিযোগে রাজ্যের মন্ত্রী বাচুবাই খাবাদের ছেলে বলবন্ত খাবাদকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ মে) হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পুলিশের তদন্তে উঠে এসেছে, একাধিক ঠিকাদার সংস্থা সরকার থেকে অর্থ গ্রহণ করলেও প্রকৃতপক্ষে কাজ বা পণ্য সরবরাহ করেনি।
দাহোদের দেবগড় বারিয়া ও ধানপুর তালুকায় এই অনিয়ম ধরা পড়ে। জেলা গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষের তদন্তে মোট ৩৫টি সরকারি এজেন্সির বিরুদ্ধে সন্দেহের তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, বলবন্ত খাবাদের সংস্থা ‘শ্রী রাজ কনস্ট্রাকশন’ ও তার ভাই কিরণ খাবাদের ‘শ্রী রাজ ট্রেডার্স’ নামে সংস্থাগুলি দরপত্র না জিতেও প্রকল্পের অর্থ পেয়েছে। শুধু বলবন্তের সংস্থাই ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৮২ লাখ টাকা পেয়েছে, আর কিরণের সংস্থা পেয়েছে প্রায় ৩০ কোটি টাকা। কিরণ খাবাদ বর্তমানে পলাতক।
দাহোদ আদালতে জামিনের আবেদন করে পরে তা প্রত্যাহার করেন বলবন্ত ও কিরণ খাবাদ। বলবন্তকে গ্রেফতার করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মন্ত্রী বাচুবাই খাবাদ।
এমজিএনআরইজিএ-র এই দুর্নীতির প্রসঙ্গ গত ৫ মার্চ গুজরাট বিধানসভায় তুলে ধরেন কংগ্রেস নেতা অমিত চাভদা। তিনি ১০০ কোটির বেশি দুর্নীতির অভিযোগ তুলে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর দাবি জানান। রাজ্য সরকার জানিয়েছে, বিষয়টি লোকপাল কমিটির তদন্তাধীন।
চাভদা বলেন, এই কেলেঙ্কারি শুধু এমজিএনআরইজিএ নয়, বরং রাজ্যে “ব্যাপক দুর্নীতির” অংশ। তদন্ত আরও গভীর হলে আরও বড় নাম উঠে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/নাজিম