‘ঘোর’ ও ‘ভাঙা আয়না’ গান দিয়ে দুই বছর ধরে আগে প্রকাশ শুরু হয়েছিল 'নেমেসিস' ব্যান্ডের চতুর্থ অ্যালবামের গান। এবার বাকি আটটি গান একত্রিত করে 'ভিআইপি' শিরোনামের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ডটি।
নেমেসিসের নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী ২৩ মে প্রকাশ পাবে অ্যালবামটি। ১০টি গানের 'ভিআইপি' দিয়ে ৮ বছর পর অ্যালবাম প্রকাশ করছে ব্যান্ডটি। বাংলা গানের এই ব্যান্ডটির আড়াই দশকের পথচলায় অ্যালবামের সংখ্যা মাত্র তিনটি।
দর্শকদের ‘ভালো গান’ উপহার দিতে সময় নিয়ে কাজ করা হয় বলে জানিয়েছেন নেমেসিস ব্যান্ডের ব্যবস্থাপক রাজু আহমেদ। তিনি বলেন, "দশটি গান অডিও আকারে সবগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচার হবে।"
রাজু বলেছেন, নেমেসিস তাদের বৈশিষ্ট্য ধরে রেখে নতুন কিছু আনার চেষ্টা করেছে এই অ্যালবামে। তিনি মনে করেন, যা এখনকার শ্রোতাদের জন্য বা সময়ের জন্য ‘বেশ উপযুক্ত’।
অ্যালবাম প্রকাশে বিরতির কারণ তুলে ধরে রাজু বলেছেন, তারা সাধারণত ছয় বছর পরপর অ্যালবাম আনেন। কিন্তু শ্রোতাদের ভালো কিছু উপহার দেওয়ার তাগিদে ‘ভিআইপি’ নিয়ে কাজ করতে সময় বেশি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজু।
১৯৯৯ সালে যাত্রা শুরু করে নেমেসিস। ২০০৫ সালে আসে তাদের প্রথম একক অ্যালবাম 'অন্বেষণ'। ২০১১ সালে প্রকাশ পায় দ্বিতীয় অ্যালবাম 'তৃতীয় যাত্রা'। ২০১৭ সালে 'গণজোয়ার'।
নেমেসিসের বর্তমান লাইনআপে রয়েছে জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাকিবুন নবী রাতুল (বেজ গিটার), সুলতান রাফসান খান (লিড গিটার) , ইফাজ আবরার রেজা (লিড গিটার) ও জেফ্রি অভিজিৎ ঘোষ (ড্রামার)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ