পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরির পর পেসারদের দাপটে শারজায় সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। শনিবার (১৭ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তোলে লিটন দাসের দল। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৪ রানে থেমে যায় আমিরাতের ইনিংস। ফলে সফরকারীরা জয় পায় ২৭ রানে।
ম্যাচ জিতলেও শেষের ব্যাটিং নিয়ে দুর্ভাবনার কথা বললেন লিটন কুমার দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে পারভেজের ব্যাটিংয়ের প্রশংসা করলেও শেষ দিকে রান করতে না পারার আক্ষেপের কথা বলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন। তিনি বলেন, “অবশ্যই (ভালো স্কোর ছিল)। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। (পারভেজ হোসেন) ইমন যেভাবে ব্যাটিং করেছে, খুবই দারুণ ছিল। তবে আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ তিন ওভারে আমরা তেমন বেশি রান করতে পারিনি।”
দুইশ ছুঁইছুঁই পুঁজি নিয়েও একপর্যায়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়ার দারুণ জুটির পর ক্রিজে গিয়ে আসিফ খান ঝড় তুললে আধিপত্য দেখাতে শুরু করে স্বাগতিকরা। ১৩ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৩১ রান। জয়ের জন্য ৪২ বলে প্রয়োজন ছিল আর ৬১ রান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ ৭ ওভারে আর মাত্র ৩৩ রান দিয়ে বাকি ৭ উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। লিটন জানালেন, বোলারদের ওপর সবসময়ই বিশ্বাস ছিল তার।
চমৎকার ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগানো আমিরাতের ব্যাটসম্যানদেরও প্রাপ্য কৃতিত্ব দিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, যেভাবে মাঝের ওভারে তারা ব্যাটিং করেছে। আমাদেরকে নিজেদের বোলিংয়েও মনোযোগ দিতে হবে। এই মাঠ ও উইকেটে কোন ধরনের বোলিং কাজে লাগবে, সেটি শিখতে হবে।”
বোলারদের প্রশংসা ছিল অধিনায়কের কণ্ঠে। তিনি বলেন, “অবশ্যই আত্মবিশ্বাস (পরের ম্যাচের জন্য নেব)। যেভাবে সবাই বোলিং করেছে, স্থিশোন্ত থেকেছে। মাঝের ওভারগুলোতে মনে হচ্ছিল ফিফটি-ফিফটি। তবে যেভাবে সব বোলার বোলিং করেছে, দুর্দান্ত ছিল।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ