ধর্ষণসহ নারীর বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে যা চলতেছে তাতে আমাদের বাসা থেকে বের হতে ভয় হয়। আমরা এগুলো আর মেনে নিতে পারছি না। যে দলের বা মতের হোক না কেন ধর্ষককে নারীর কান্না ফুরাবের আগেই শাস্তি দিতে হবে। যাতে কেউ ধর্ষণের মতো অপকর্মের দুঃসাহস না দেখায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগের প্রধান মীর তামান্না ছিদ্দিকা, সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।