এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গতকাল দুপুরে সচিবালয় অভিমুখে শিক্ষকরা পদযাত্রা করলে পুলিশ শিক্ষকদের মিছিলটি আটকে দেয়। পরে মিছিলটি শিক্ষা ভবনের রাস্তা ঘুরে কদম ফোয়ারা দিয়ে আবার প্রেস ক্লাবে ফিরে আসে। সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গতকাল ২১তম দিন পার করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা মাসিক ১০০০ টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন, যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক। আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা দেওয়া না হলে এসএসসি ও দাখিল পরীক্ষা বর্জন করব আমরা।