অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ৮ আগস্ট ২০২৪ হতে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ওই সময়ে জারি হয়েছে ২০টি অধ্যাদেশ, অনুমোদিত নীতিমালা ২টি, দ্বিপক্ষীয়/আন্তর্জাতিক চুক্তি/প্রটোকল ১১টি।
মন্ত্রিপরিষদ জানায়, সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে চলতি বছর ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একত্রে ২০ অক্টোবর উদ্যাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এ ছাড়া জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা দেওয়ার প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ আরও জানায়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা, ২০২৪’ বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) পালনের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।