বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা "কর্ণফুলী-৩" লঞ্চে এক মুমূর্ষু নবজাতককে তাৎক্ষণিক মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ শনিবার (০৫ এপ্রিল) বিকেলে এই তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল থেকে ঢাকাগামী "কর্ণফুলী-৩" লঞ্চে অক্সিজেন সাপোর্টে থাকা একটি নবজাতক শিশুকে নিয়ে মোঃ সবুজ (২৮) ও মোছাঃ লিজা আক্তার (২৫) ঢাকার দিকে রওনা হন। পথিমধ্যে নবজাতকের অক্সিজেনের অভাব দেখা দিলে তার অভিভাবকগণ দ্রুত কোস্ট গার্ডের সাহায্য চান।
এসময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর তাৎক্ষণিকভাবে ০৫ সদস্যের একটি মেডিকেল টিম প্রেরণ করে। কোস্ট গার্ডের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে প্রাথমিকভাবে অক্সিজেন সরবরাহ করে এবং এরপর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে তার পরিবারের সাথে চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে, কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নবজাতককে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/আশিক