যুক্তরাষ্ট্রে ১১ বছর আগে হারানো একটি মানিব্যাগ সম্প্রতি পাওয়া গেছে মিনেসোটায়। অবসরপ্রাপ্ত গাড়ি কারখানার শ্রমিক রিচার্ড গিলফোর্ড প্রথমে বিশ্বাসই করতে পারেননি, যখন এক অচেনা ব্যক্তি ফেসবুকে তাকে জানালেন ‘আপনার মানিব্যাগটি একটি গাড়ির ভেতর থেকে পাওয়া গেছে।’
রিচার্ড ২০১৪ সালে মিশিগানে কাজ করার সময় মানিব্যাগটি হারান। তখন তিনি অনেক খুঁজেও পাননি। পরের বছরগুলোতে ঘটনাটি ভুলেও গিয়েছিলেন। তবে গত জুনে গাড়ি মেকানিক চ্যাড ভল্ক একটি গাড়ির ইঞ্জিন মেরামতের সময় ট্রান্সমিশন আর এয়ার ফিল্টার বক্সের মাঝে আটকে থাকা মানিব্যাগটি খুঁজে পান। পরে ফেসবুকের মাধ্যমে মালিকের সন্ধান পান তিনি।
মানিব্যাগে ছিল ১৫ ডলার, ড্রাইভিং লাইসেন্স, কর্মপরিচয়পত্র, ২৭৫ ডলারের গিফট কার্ড আর একটি লটারি টিকিট। সবকিছু অক্ষত অবস্থায় ফেরত পান রিচার্ড।
রিচার্ড বর্তমানে ৫৬ বছর বয়সী এবং গত বছর ৩৫ বছরের চাকরিজীবন শেষে অবসর নিয়েছেন। এত বছর পর নিজের পুরোনো ছবি-সহ ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে তিনি বিস্মিত হন। মানিব্যাগটি এখন স্মৃতিচিহ্ন হিসেবে ঘরে রেখে দেবেন বলে জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল