বুধবার রাতের আকাশে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণচাঁদের দেখা গেছে। এই চাঁদকে বলা হচ্ছে নভেম্বর সুপারমুন বা বিভার মুন। এটি ২০২৫ সালের তিনটি সুপারমুনের মধ্যে দ্বিতীয় এবং পৃথিবীর সবচেয়ে কাছের পূর্ণচাঁদ।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এবারকার সুপারমুন ছিল সাধারণ পূর্ণচাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। চাঁদটি পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরে অবস্থান করেছে, যা গড়ে পূর্ণচাঁদের তুলনায় প্রায় ১৭ হাজার মাইল কাছাকাছি। এ কারণেই এটি স্বাভাবিকের চেয়ে অনেক বড় ও উজ্জ্বল দেখা গেছে।
বিশ্বের প্রায় সব জায়গা থেকেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা সম্ভব হয়েছে। এই সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন ছিল না। খালি চোখেই দেখা গেছে।
এই চাঁদ সূর্যাস্তের পরপর বা সূর্যোদয়ের আগে চাঁদ দিগন্তের কাছাকাছি থাকলে সবচেয়ে বড় ও সোনালি (স্বর্ণালি) দেখায়।
‘বিভার মুন’ নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসীদের সংস্কৃতি থেকে। নভেম্বর মাসে বীবর নামে এক প্রজাতির প্রাণী শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ ও ঘর তৈরি করে। তারা তখন চাঁদের আলোয় সবচেয়ে সক্রিয় থাকে—তাই এই পূর্ণচাঁদকে বলা হয় বিভার মুন। কেউ কেউ একে ফ্রস্ট মুন (তুষারপাতের শুরু), ফ্রিজিং মুন (শীতল চাঁদ), ট্রেডিং মুন (বাণিজ্যের চাঁদ) বা স্নো মুন (তুষার চাঁদ) নামেও ডাকে।
বিডিপ্রতিদিন/কবিরুল