নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন সাঁওতাল মহিলা ও পুরুষরা। বৃষ্টি ও তীব্র গরম উপেক্ষা করে জমি প্রস্তুত, আমন-৫১ চারা রোপণ এবং সেচের কাজ করছেন তারা। এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষিপ্রধান এ অঞ্চলে শাক-সবজি, সরিষা ও ভুট্টার চাষ হলেও নওগাঁ জেলা ধান চাষে দেশসেরা। নিয়ামতপুর উপজেলা এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এলাকার সাধারণ কৃষকদের পাশাপাশি সাঁওতাল কৃষকরা জমি ও ধানের চারা প্রস্তুত এবং ধান রোপণে দিনভর কাজ করে চলেছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ে আমন ধান রোপণ শেষ করতে পারবেন।
ছবি ও লেখা : রোহেত রাজীব