প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সেরে উঠেছেন লুই ফন খাল। এবার ফিরতে চান স্বাভাবিক জীবনে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব আবারও নিতে চান কোচিংয়ের চ্যালেঞ্জ।
তিন বছর আগে ফন খাল নিজেই জানিয়েছিলেন, প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন তিনি। তবে সম্প্রতি একটি ডাচ টেলিভিশনের টক শোতে জানান, এখন সুস্থ তিনি।
ফন খাল যখন অসুস্থতার কথা জানিয়েছিলেন, তখন তিনি নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ ছিলেন। তবে ২০২২ বিশ্বকাপের পর থেকে কোচিংয়ের বাইরে আছেন তিনি। দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন শেষে এবার তাই ফুটবলের দৈনন্দিন ব্যস্ততায় ফেরার ইচ্ছা এই ডাচ কোচের।
তিনি জানান, “দুই বছর আগে আমার কয়েকটি অস্ত্রোপচার করা হয়। তখন আমার অবস্থা খারাপ ছিল। তবে (চিকিৎসা) শেষ পর্যন্ত কাজ করেছে। কয়েক মাস পর পর আমার চেক-আপ করা হয়েছে এবং সবকিছু ভালোভাবে যাচ্ছে। দিন দিন আমি আরও ফিট হয়ে উঠছি।”
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ৭৩ বছর বয়সী ফন খাল তিন দফায় নেদারল্যান্ডস জাতীয় দলের এবং দুই দফা করে ক্লাব বার্সেলোনা ও আয়াক্সের কোচ ছিলেন। এছাড়া বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলেও কোচ ছিলেন তিনি। তবে এখন কোনো ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী নন ফন খাল। কোচিং করাতে চান কোনো শীর্ষ পর্যায়ের জাতীয় দলে।
বর্তমানে ডাচ ক্লাব আয়াক্সের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে দলটির হয়ে তিনটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফন খাল। এছাড়া বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও লিগ শিরোপা জিতেছেন তিনি। এই তিন দলের হয়ে আরও অনেক ট্রফি জয়ের অভিজ্ঞতাও আছে তার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ