যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক দোকানের কর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী ইনজেকশন পুশ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এই সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার (২০ মে) কার্যকর হওয়া তিনটি মৃত্যুদণ্ডের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ড।
৪৯ বছর বয়সী ম্যাথিউ জনসনকে হান্টসভিলের টেক্সাস অঙ্গরাজ্যে পেনিটেনশিয়ারিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয়।
২০১২ সালে ৭৬ বছর বয়সী বৃদ্ধা ন্যান্সি হ্যারিসকে হত্যার জন্য জনসনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
টেক্সাসের গারল্যান্ডে ভোরে একটি দোকানে ডাকাতির সময় ভুক্তভোগী হ্যারিসের ওপর হালকা জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা তিনি আদালতে স্বীকার করেছেন। এতে হ্যারিসের শরীর আগুনে পুড়ে যায় এবং তার মৃত্যু হয়।
জনসন হ্যারিসের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং ভুক্তভোগীর পরিবারের কাছেও ক্ষমা চেয়ে চেয়েছিলেন। সেই সাথে তাদের তিন মেয়ের কাছেও ক্ষমা চেয়েছিলেন।
সে তার পরিবারকে বলেন, ‘আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমার অনেক ভুল সিদ্ধান্ত আছে এবং এখন তার পরিণতি ভোগ করছি।’
২০০৯ সালের পর মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইন্ডিয়ানা তাদের দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক ঘণ্টা পরে জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।
ইন্ডিয়ানা সংশোধন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ২০০০ সালে কর্মকর্তা বিল টনিকে হত্যার জন্য মিশিগান সিটির ইন্ডিয়ানা রাজ্য কারাগারে ৪৫ বছর বয়সী বেঞ্জামিন রিচিকে রাতারাতি প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
দুই সন্তানের জনক টনিকে বিচ গ্রোভ শহরের একটি পেট্রোল পাম্প থেকে রিচি এবং অন্য একজনের চুরি করা একটি ভ্যানের পিছনে ধাওয়া করার পর গুলি করে হত্যা করা হয়।
এই সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় টেনেসি রাজ্যে আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে।
গত ১৯৮৯ সালে তার বিচ্ছিন্ন স্ত্রী জুডি স্মিথ এবং তার দুই ছেলে চ্যাড এবং জেসন বার্নেটকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যার জন্য ৭৫ বছর বয়সী অস্কার স্মিথকে বৃহস্পতিবার প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার মধ্যে ১৪টি প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে, দু’টি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এবং দু’টি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। তিনটি রাজ্য ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং পেনসিলভানিয়া মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।
সূত্র : সিবিএস।
বিডি-প্রতিদিন/বাজিত