চাকরি করতে গিয়ে সকলেই নিজের কাজ নিয়ে সতর্ক থাকেন। সেখানে সঠিকভাবে কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করার দিকটি সকলের মাথায় থাকে। তবে যদি কাজ না করেই মেলে সেরা পুরস্কার তাহলে কেমন হবে।
এক ব্যক্তির এমনই অবাক করা কাহিনী সকলের সামনে এসেছে। তিনি টানা ৬ বছর ধরে কাজে ফাঁকি দিয়েছিলেন। এই ৬ বছর ধরে তিনি টানা নিজের বেতনের টাকা তুলেছেন। এখানেই শেষ নয়, তিনি কাজের হিসাবে সেরা কর্মীর পুরস্কারও পেয়েছেন। স্পেনের বাসিন্দা সেই ব্যক্তির নাম জ্যাকোইন গার্সিয়া। তিনি একজন সিভিল সার্ভেন্টের কাজ করেন।
জ্যাকোইন গার্সিয়া তার ২০ বছর চাকরি জীবন অতিবাহিত হওয়ার পর তাকে বিশেষ সম্মান দেওয়ার কথা ভাবে তার প্রতিষ্ঠান। তবে এরপরই ধরা পড়ে যান তিনি। আসলে তিনি দুইটি দপ্তরকে একসঙ্গে সামলাতেন। বছরে তিনি ৩৬ লাখ টাকা এই প্রতিষ্ঠান থেকে তুলেছেন। ফলে টানা ৬ বছর ধরে তিনি কত টাকা হাতিয়ে নিয়েছেন তার হিসেব সকলেই জানতে পারেন।
নিজে ধরা পড়ার পর জ্যাকোইন গার্সিয়া জানান, তিনি না জেনেই এই কাজটি করেছেন। এরপর তিনি নিজেই চাকরি ছাড়ার কথা ঘোষণা দেন। তবে তার প্রতিষ্ঠান এত সহজে ছাড়ার পাত্র নয়। তাকে এবার আগামী ৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করার নির্দেশ দিয়েছে তার প্রতিষ্ঠান।
প্রথমে রাজি না হলেও পরে আইনের ভয়ে এই শর্তে কাজ করতে রাজি হয়ে যান তিনি। এবার থেকে আগামী ৬ বছর ধরে তাকে বিনা বেতনে কাজ করতে হবে। যদি এই কাজটি সে না করে তাহলে ওই প্রতিষ্ঠান কঠিন ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। তবে এই খবর সামনে আসতেই সকলে বিষয়টি নিয়ে মজা করতে শুরু করেছেন।
তথ্য সূত্র- ডেইলি মেইল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ