মে মাসের পূর্ণিমার চাঁদ, যাকে সাধারণভাবে 'ফুলচাঁদ' বলা হয়। রবিবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) রাতের আকাশে এই চাঁদ ঝলমল করবে। বসন্তের রঙিন ফুলের মৌসুমকে প্রতীকী অর্থে বোঝাতেই এই চাঁদকে ‘ফুলচাঁদ’ বলা হয়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুর ১২টা ৫৬ মিনিটে চাঁদ পূর্ণ অবস্থা লাভ করলেও, রবিবার ও সোমবার রাতে এটি পূর্ণিমার চাঁদের মতোই দেখা যাবে বলে জানিয়েছে মহাকাশবিষয়ক ওয়েবসাইট আর্থ স্কাই (EarthSky)।
চাঁদটি সোমবার সন্ধ্যার পর দক্ষিণ-পূর্ব দিগন্ত থেকে উঠবে এবং রাতভর ধীরে ধীরে আকাশের ওপরের দিকে উঠবে। তবে এ বছরের এটি তৃতীয় ও শেষ ‘মাইক্রোমুন’, অর্থাৎ এই সময় চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকে বলে একটু ছোট ও কম উজ্জ্বল দেখায়। নাসা জানিয়েছে, এ সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৫ হাজার কিলোমিটার দূরে থাকবে, যা গড় দূরত্বের চেয়ে অনেক বেশি।
চাঁদের এই নাম বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতি থেকে এসেছে। যেমন, কমাঞ্চে গোষ্ঠী একে 'ফুলচাঁদ' বললেও, ক্রী ও চোকটো গোষ্ঠী বলছে 'মালবেরি চাঁদ'। অন্যদিকে অনিশনাবে গোষ্ঠী একে ডাকে ‘ব্লসম মুন’ নামে এবং অ্যাপাচি গোষ্ঠীর মতে, এটি হলো ‘সবুজ পাতার ঋতুর চাঁদ।’
এ বছরের বাকি পূর্ণিমাগুলোর তালিকা হলো: জুন ১১: স্ট্রবেরি চাঁদ, জুলাই ১০: বাক চাঁদ, আগস্ট ৯: স্টারজন চাঁদ, সেপ্টেম্বর ৭: কর্ণ চাঁদ, অক্টোবর ৬: হারভেস্ট চাঁদ (সুপারমুন), নভেম্বর ৫: বিবার চাঁদ (সুপারমুন), ডিসেম্বর ৪: কোল্ড চাঁদ (সুপারমুন)
চাঁদের পাশাপাশি এই বছর দুটি মহাজাগতিক মহামিলন ঘটবে— সেপ্টেম্বর ৭-৮ তারিখে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আলাস্কা থেকেও দেখা যাবে। এই সময় চাঁদ কিছুটা লালচে হয়ে ওঠে, যাকে বলা হয় ‘রক্তচাঁদ’। সেপ্টেম্বর ২১ তারিখে হবে আংশিক সূর্যগ্রহণ, যা অস্ট্রেলিয়ার নির্জন এলাকা ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশে দেখা যাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল