চোখকে বড়, প্রাণবন্ত ও আকর্ষণীয় দেখাতে মাসকারার জুড়ি নেই। তবে মাসকারা লাগানোর পর তা তোলা বেশ ঝামেলার। অনেক সময় তাড়াহুড়ো করে তুলতে গিয়ে চোখের পাপড়ি উঠে যাওয়া, চোখে জ্বালা করা বা ত্বকে চাপ পড়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। এ সমস্যা এড়াতে সঠিক পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ও রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
সঠিক প্রসাধনী ও পদ্ধতি নির্বাচন
সাধারণ ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করে মাসকারা তুললে চোখের সংবেদনশীল অংশে জ্বালাভাব হতে পারে। তাই ফারহানা রুমি চোখের জন্য বিশেষভাবে তৈরি ‘আই মেকআপ রিমুভার’ ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, ওয়াটারপ্রুফ মাসকারা তোলার জন্য বিউটি বাম বা মাইসেলার ওয়াটারের চেয়ে শক্তিশালী রিমুভার প্রয়োজন। তিনি দুই স্তরের ফর্মুলার রিমুভার ব্যবহারের কথা বলেন, যা তেল ও পানি দিয়ে তৈরি। এ ধরনের রিমুভার সব ধরনের মাসকারা তুলতে কার্যকর এবং মাসকারার নিচে ল্যাশ প্রাইমার ব্যবহার করলে এটি বিশেষভাবে উপযোগী। চোখের চারপাশের সংবেদনশীল ত্বকের জন্য অ্যালকোহল ও সুগন্ধিবিহীন পণ্য বেছে নেওয়া উচিত। কারণ এসব উপাদান ত্বককে শুষ্ক করে জ্বালাভাব সৃষ্টি করতে পারে। মাসকারা তোলার জন্য তুলার বলের বদলে শক্ত তুলার প্যাড ব্যবহার করা উচিত। তুলার বলের তন্তু চোখে ঢুকে সংক্রমণ ঘটাতে পারে।
আলতো হাতে মেকআপ তুলুন
ফারহানা রুমি পরামর্শ দেন, তুলার প্যাডে রিমুভার ভিজিয়ে চোখের ওপর ১৫ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখুন। এতে মাসকারা আলগা হয়ে যাবে এবং ঘষাঘষি করার প্রয়োজন হবে না। ঘষাঘষি করলে ত্বকের কোলাজেন ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকের বার্ধক্য দ্রুত আসে। তিনি আরও বলেন, ‘চোখে বেশি ঘষাঘষি করলে রক্তচলাচলে ক্ষতি হতে পারে।’ চোখের বাইরের দিক থেকে ভিতরের দিকে মোছার অভ্যাস করলে মাসকারা বা ব্যাকটেরিয়া চোখে ঢোকার সম্ভাবনা কমে যায়। এই সময় চোখ বন্ধ রাখা জরুরি, যেন মাসকারা বা রিমুভার চোখে জ্বালা সৃষ্টি করতে না পারে।
পরিষ্কার এবং ময়েশ্চারাইজিং
প্রথম ধাপে তুলা দিয়ে মাসকারা তোলার পর দ্বিতীয় ধাপে একটি নরম মেকআপ ওয়াইপ ব্যবহার করে পুরোপুরি পরিষ্কার করে নিতে হবে। ফারহানা রুমি বলেন, আই মেকআপ রিমুভারে থাকা তেলের স্তর ত্বকে থেকে যেতে পারে, তাই পরে একটি সফট ফোম ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেওয়া আবশ্যক। মাসকারা তোলার পর চোখের ত্বক শুষ্ক ও জ্বালাযুক্ত হতে পারে, তাই রাতে একটি ভালো আই ক্রিম ব্যবহার করার পরামর্শ দেন তিনি। রেটিনলযুক্ত আই ক্রিম কোলাজেন উৎপাদনে সহায়ক, যা বয়সের ছাপ প্রতিরোধ করে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাত দিয়ে মাসকারা টেনে তোলার অভ্যাস ত্যাগ করা। এই অভ্যাসের কারণে প্রাকৃতিক চোখের পাপড়ি উঠে যেতে পারে। একবার পাপড়ি উঠে গেলে তা আবার গজাতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। সঠিক পদ্ধতি অনুসরণ করলে চোখের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে।
বিডি প্রতিদিন/এমআই