৪৩ দিন পর যুক্তরাষ্ট্রে শাটডাউনের সমাপ্তি ঘটেছে। এর আগে গত সোমবার মার্কিন সিনেটে ৬০-৪১ ভোটে এবং বুধবার প্রতিনিধি পরিষদে ২২২-২০৯ ভোটে শাটডাউন অবসানের বিষয়ে সমঝোতা হয়। এরপর এ-সংক্রান্ত চুক্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন।
শাটডাউনের সমাপ্তি ঘটার ফলে যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্যসহায়তা এবং হাজার হাজার ফেডারেল কর্মীর আটকে থাকা বেতন দেওয়া ও ব্যাহত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম আবার স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। ৪৩ দিন ধরে বিনা বেতনে ছুটিতে থাকা ফেডারেল কর্মীরা আবার তাদের কাজে গতকালই ফিরতে শুরু করেছেন।
উল্লেখ্য, ‘ওবামা কেয়ার অ্যাক্ট’ তথা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর মেয়াদ বৃদ্ধির দাবিতে ডেমোক্র্যাটরা ফেডারেল ব্যয় বরাদ্দের প্রস্তাবে সায় না দেওয়ায় গত ১ অক্টোবর থেকে শাটডাউন শুরু হয়েছিল।