দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রশাসন যদি নিশ্চুপ থাকে, তাহলে বিপদ আরও বাড়বে। পরিস্থিতি জটিল হয়ে উঠবে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কেউ যেন অন্ধকারে ঢেকে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন, কলেজের অধ্যক্ষ এটিএম বজলুর রশীদ খন্দকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি মো. পাভেল মোল্লা।
বিডি প্রতিদিন/জুনাইদ