পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে টানা চতুর্থবারের মতো সিরিজ জিতল নিউজিল্যান্ড। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল কিউইরা। সিরিজের প্রথম তিন ম্যাচের ফলাফল এসেছিল শেষ ওভারে। চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। শেষ ম্যাচে লড়াই জমাতেই পারল না ক্যারিবিয়ানরা। গতকাল ডানেডিনে ক্যারিবীয়দের ১৪০ রানে আটকে রেখে কিউইরা জিতে যায় ২৬ বল বাকি রেখে। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জেকব ডাফি। এদিন ক্যারিয়ারের ৩৮তম ম্যাচে টি-২০-তে ৫০ উইকেট পূর্ণ করেন তিনি। ১০ উইকেট নিয়ে সিরিজসেরাও এ পেসারই। এর আগে সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জিতলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৯ রানে জেতে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য লড়বে দুই দল। প্রথম ম্যাচ রবিবার ক্রাইস্টচার্চে এবং পরের দুই ম্যাচ নেপিয়ার ও হ্যামিল্টনে।